৩ ডিসেম্বর, ২০১৮
‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শহরে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
গোপালগঞ্জ সমাজ সেবা অফিসের উপপরিচালক সমির মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ আরো অনেকে। পরে প্রতিবন্ধীদের মাঝে ১৬টি হুইল চেয়ার ও তিনটি বাইসাইকেল বিতরণ করা হয়।
লাইক কমেন্ট ও শেয়ার
করে সঙ্গে থাকুন