Home / রাজনীতি / নিরপেক্ষ সরকার চান বি. চৌধুরী

নিরপেক্ষ সরকার চান বি. চৌধুরী

০২ নভেম্বর, ২০১৮ ইং

বিকল্পধারা প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘গণগ্রেপ্তার বন্ধ করতে হবে। আটককৃতদের মুক্ত করে দিতে হবে। সরকারি চাকরিজীবীদের বড় অংশ আওয়ামী লীগের দলীয় এজেন্টে পরিণত হয়েছে, তাদের নির্বাচনের কাজে যুক্ত করা যাবে না।  নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সংসদ সদস্য হিসেবে কারও কোনও ক্ষমতা থাকতে পারে না। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে হবে। ইভিএম ব্যবহার করতে দেওয়া হবে না। নির্বাচন পর্যবেক্ষক আনতে হলে তাদের একমাস আগেই আসার সুযোগ দিতে হবে। যেকোনো কেন্দ্র পরিদর্শন করার সুযোগ দিতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘যুক্তফ্রন্ট সম্প্রসারণ ও বিকল্পধারা বাংলাদেশে যোগদান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ৬টি দল যুক্তফ্রন্টে যুক্ত হয়। দলগুলো হল- বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি), বাংলাদেশ ন্যাপ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনোরিটি ইউনাইটেড ফ্রন্ট। এছাড়া বিকল্পধারায় যোগ দিয়েছেন  জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি  এইচএম গোলাম রেজা, গণফ্রন্ট নেতা কামাল পাশা, মুসলিম লীগ নেতা নূর এ আলম, জনদল  নেতা জয় চৌধুরী ও খলিল চৌধুরী।
বি. চৌধুরী বলেন, সংলাপ ছাড়া চলমান সংকটের সমাধান হবে না। প্রধানমন্ত্রী সংলাপের জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। এটা বিকল্পধারার বড় বিজয়। কারণ তারা (ক্ষমতাসীনরা) বলেছিলেন সংলাপ করবেন না। আমরা বলেছিলাম করতে হবে। আমরা দেশের স্বার্থ, মানুষের কথা মাথায় রেখে কথা বলবো। আমরা জনগণের কাছে  পৌঁছে যেতে চাই।
যুক্তফ্রন্ট চেয়ারম্যান বলেন, নির্বাচনের সময় ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনীকে নিয়োগ দিতে হবে। সমাবেশ করতে দিতে হবে। সমাবেশ করার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকতে পারে না। অলিখিত কারণে গণমাধ্যম বিরোধী দলগুলোর সংবাদ প্রকাশ করতে পারছে না।
অনুষ্ঠানে মেজর (অব.) আবদুল মান্নান বলেন, আমরা সংলাপে যাবো। সেখানে আমরা অবশ্যই খাবো। আমরা ডাল-ভাত খেতে যাবো। ১৭ রকম খাবার খাবো না। অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন ও সমশের মবিন চৌধুরী।
লাইক কমেন্ট ও শেয়ার
করে সঙ্গে থাকুন
শিশু শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান

About t24admin

Check Also

মহাজোট ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

২০ ডিসেম্বর, ২০১৮ পিরোজপুর-৩  আসনে মহাজোট প্রার্থী ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের …