Home / তথ্যপ্রযুক্তি / প্রথম শ্রেণির ছাত্রী খুব মজা করে কথাগুলো বলছিল !

প্রথম শ্রেণির ছাত্রী খুব মজা করে কথাগুলো বলছিল !

৭ জানুয়ারি, ২০১৯

জান্নাত (৯) টঙ্গীস্থ একটা কেজি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। আজ স্কুল শেষে বাসায় না ফিরে বাসে উঠে একাই ঘুরতে বের হয় সে। সন্ধ্যার পর ওকে যাত্রাবাড়ী চৌরাস্তায় একা দেখতে পেয়ে এসআই বিলাল আল আজাদ থানায় এনে ওর বাবাকে ফোন করে।

বাবা থানায় পৌঁছানোর আগে অনেক সুন্দর সুন্দর কথা বলে মাতিয়ে রাখে ও সবাইকে। সবগুলো কথাই খুব মজা করে বলছিল। সবাই খুব আনন্দও পাচ্ছিলাম। হঠাৎ ওর একটা কথা শুনে চুপসে গেলাম সবাই। ও বললো “আমার বুক দেখলে ভয়ে লাফ দিয়ে উঠবেন”। অনেক ছোট বেলায় বুকে ভয়ঙ্কর বাইপাস সার্জারি হয়েছে ওর।

বাবাকে দেখেই অনেকটা নিশ্চুপ হয়ে যায় জান্নাত। বাবার কাছে জানা গেল ছোট বেলাতেই হার্টে ছিদ্র ধরা পড়ে জান্নাতের। মেজর সার্জারি হয় ওর। তখন থেকেই ও অনেকটা আনমনা।

ক্ষণিকের অতিথি ছোট্ট মেয়েটার শারীরিক বিষয়টা জানতে পেরে খুব খারাপ লাগলো। এতটুকু বাচ্চার জীবনের শুরুতেই এত বড় শারীরিক ধকল! সে হিসেবে বেঁচে আছিতো পরম শান্তিতে! আল্লাহপাক সবাইকে সুস্থ রাখুন।

 

লাইক কমেন্ট ও শেয়ার
করে সঙ্গে থাকুন

শিশু শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান

About t24admin

Check Also

অনলাইনে মোবাইলে গেম খেলে জিতলেই পাওয়া যাচ্ছে সোনা!

১৬ নভেম্বর, ২০১৮ অনলাইনে মোবাইলে গেম খেলে জিতলেই মিলছে নানা পুরুস্কার। পুরুস্কার হিসেবে পাওয়া যাচ্ছে …