Home / বিনোদন / সেরা গান অনুষ্ঠানে আঁখি আলমগীর

সেরা গান অনুষ্ঠানে আঁখি আলমগীর

২ ডিসেম্বর, ২০১৮

বৈশাখী টিভির নিয়মিত আয়োজন প্রিয়শিল্পীর সেরা গান। এ অনুষ্ঠানের এবারের পর্বে গাইবেন আঁখি আলমগীর। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রবিবার রাত ৮টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রবিউল হাসান সুজন।

নিজের গাওয়া গান নিয়ে আঁখি আলমগীর বলেন, সত্যিই খুব ভাল লাগছে। আশা করি, গানগুলো বৈশাখী টিভির দর্শকদেরও অনেক ভালো লাগবে।

তিনি আরও বলেন, নিজের গাওয়া গানগুলো টিভি পর্দায় সব সময় দেখার চেষ্টা করি। কারণ, তা দেখে নিজের ভুলত্রুটিগুলো শুধরে নেওয়া যায়। পরবর্তীতে সে ভুলগুলো যাতে না হয় সে ব্যাপারে সব সময় সচেতন থাকি।

 

লাইক কমেন্ট ও শেয়ার
করে সঙ্গে থাকুন

শিশু শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান

About t24admin

Check Also

অনেক মোটা নায়িকা আবশ্যক মাল্টিমিডিয়ার

২০ ডিসেম্বর ২০১৮ ‘নায়িকা আবশ্যক’ শিরোনামে বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি নতুন সিনেমার জন্য একজন নতুন …