Home / জাতীয় / ১৫০ বছর বয়সে মৃত্যু

১৫০ বছর বয়সে মৃত্যু

১ জানুয়ারি, ২০১৯

দেড়শ বছর বয়সে অবশেষে চলে গেলেন কক্সবাজারের চকরিয়ার আলোচিত প্রবীণ ব্যক্তি মো. সিকান্দার। প্রবীণ এ ব্যক্তি মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মো. সিকান্দার চকরিয়ার খুটাখালীর দক্ষিণ পাড়ার মরহুম মো. হারুর পুত্র। ৫ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক সিকান্দারের বয়স হয়েছিল ১৫০ বছর। মঙ্গলবার আছরের নামাজের পর খুটাখালী আদর্শ শিক্ষা নিকেতন মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।

খুটাখালী ইউপি চেয়ারম্যান মৌলভী আবদুর রহমান জানান, খুটাখালীর প্রবীণ মুরব্বী সিকান্দার বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে আলোচিত হয়। ১৫০ বছর বয়সেই তার মৃত্যু হয়েছে। তিনি জানান, গিনেস বুকের সর্বশেষ তালিকায় বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে জাপানের ১১৭ বছর বয়সি নাবি তাজিমার নাম রয়েছে। তাই যদি হয় চকরিয়ার এই সিকান্দরই ছিলেন বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক মানব।

 

লাইক কমেন্ট ও শেয়ার
করে সঙ্গে থাকুন

শিশু শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান

About t24admin

Check Also

‘চাকরিতে প্রবেশের বয়স ৩৫ খবরটি গুজব’ বলেছেন : সেতুমন্ত্রী

১৬ ফেব্রুয়ারি, ২০১৯ আগামী মাসে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করে দেওয়া হবে এমন …